দর্শন সাবজেক্ট রিভিউ (Philosophy Subject Review Bangla)
দর্শন অন্যান্য বিষয়ের মত একটা মৌলিক বিষয়। দর্শন বিষয়টি অনেক কাল আগে থেকেই রয়েছে তাই এটাকে প্রাচীন বিষয় বলা হয়।বাংলাদেশি বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিষয়টি অন্তর্ভুক্ত করা আছে। কিন্তু দর্শন বিষয়টি শিক্ষার্থীরা তাদের পছন্দের তলানীতে রাখে। আমাদের আজকের আর্টিকেলের আলোচ্য বিষয় দর্শন সাবজেক্ট রিভিউ (Philosophy Subject Review Bangla) এই নিয়ে।
দর্শন বিষয়টি তাদের জন্য ভালো হবে যারা যে কোন জিনিসের গভীরে যেতে পছন্দ করে। কেউ হয়তোবা গণিত অনেক ভালো বোঝে কিন্তু যদিও তাকে প্রশ্ন করা হয় গণিত কিভাবে পৃথিবীতে এলো , তাহলে অবশ্যই তাকে আরো বেশি প্রচেষ্টা চালাতে হবে।
এরকম ভাবে যেকোন বিষয়ের গভীরে যাওয়ার জন্য আপনাকে আরো বেশি পড়াশোনা করে গভীরে যেতে হবে। আপনি যদি সমাজে নিজেকে একটা শক্তিশালী অবস্থানে প্রতিষ্ঠা করতে চান তবে আপনার জন্য দর্শন বিষয়টি উত্তম হবে।
কারণ দর্শন বিষয়ে আপনি পড়াশোনা করলে একজন ভালো মনের মানুষ, যুক্তিশীল মানুষ ও নৈতিকতাসমৃদ্ধ একজন মানুষ হতে পারবেন। আজকে আমি মূলত দর্শন সাবজেক্ট রিভিউ নিয়ে খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের জানাবো।
প্রথমেই আপনারা জানতে পারবেন দর্শন বিষয়ে কি কি পড়ানো হয় । এরপর আপনি জানতে পারবেন দর্শন বিষয়ে পড়াশোনা করে কি কি চাকরির সুযোগ সুবিধা ভবিষ্যতে পাবেন। এছাড়া ভবিষ্যতে দর্শন বিষয়ের চাহিদা কেমন হবে সে সম্পর্কে জানতে পারবেন। এখন আমরা জানবো দর্শন বিষয়ে কি কি পড়ানো হয়।
Table of Contents
দর্শন বিষয়ে যা যা পড়ানো হয়ে থাকে
- নিজেকে জানার পদ্ধতি
- বিশ্বজগৎ কিভাবে সৃষ্টি হলো
- বিভিন্ন দার্শনিকদের মতবাদ জীবন সম্পর্কে
- নন্দনতত্ত্ব
- গতিবিদ্যা
- সাইকোলজি
- মুসলিম দর্শন
- বাংলাদেশ দর্শন
- ফিলোসোফি অফ আর্টিফিশিয়াল ইন্তেলিজেন্স
- দর্শনের সূচনা
- যুক্তিবিদ্যা
- পশ্চিমাদের দর্শন
- নৈতিকতা
- ব্যবসায় নৈতিকতা
- রিসার্চ মাইথোলজি এন্ড স্ট্যাটিসটিকস
- ইন্ডিয়ান দর্শন
উপরোক্ত বিষয়গুলো দর্শন বিষয়ে পড়াশোনা করলে আপনাকে অবশ্যই পড়তে হবে। এখন আমরা জানবো দর্শন বিষয়ে ক্যারিয়ার সম্পর্কে।
দর্শন বিষয়ের চাকরির সুযোগ-সুবিধা
- সরকারি ও বেসরকারি স্কুল কলেজে শিক্ষকতা করা
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা
- বিসিএস ক্যাডার হওয়া ( শিক্ষা ক্যাডারে দর্শন সাবজেক্ট এর কোটা অনেক)
- ভালো নীতিনির্ধারক
- ভালো সম্পাদক
- ভালো প্রশাসক
- মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি
- ‘ইথিসিস্ট’ বা ‘ইথিকস অ্যাডভাইজার
- উচ্চতর গবেষক হওয়া
- সরকারি আমলা হওয়া যায়
- ব্যাংক ও বীমা কোম্পানিতে চাকরি
- বিভিন্ন এনজিওতে চাকরি
- বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি
- সাংবাদিকতা পেশা
দর্শন বিষয়ের ভবিষ্যৎ কেমন
একটা বিষয় হিসেবে দর্শন অন্যান্য বিষয়গুলো থেকে অনেকটা এগিয়ে রয়েছে। কারণ দর্শন পড়ুয়া শিক্ষার্থীরা কর্মক্ষেত্র ভালো পারফর্মেন্স করে সাড়া জাগিয়েছে।
হার্ভার্ড-অক্সফোর্ডের মতো বড়-বড় বিশ্ববিদ্যালয়ে দর্শন রিলেটেড আরো কিছু সাবজেক্ট রয়েছে যেমন ‘দর্শন ও ব্যবসা’, ‘দর্শন ও কম্পিউটার প্রকৌশল’ ইত্যাদি বিষয়। তাই দর্শন বিষয়টিকে খুব বেশি ছোট করে দেখা উচিত হবে না।
দর্শন পড়ুয়া শিক্ষার্থীরা সাধারণত ক্রিটিক্যাল মাইন্ডের হয়ে থাকে। ফলে সে একজন ভাল এক্সিকিউটিভ হওয়ার ক্ষমতা রাখে। সর্বোপরি আমি বলতে পারি দর্শন বিষয়ে ভবিষ্যৎ অনেক বেশি উজ্জ্বল। আপনি নির্দ্বিধায় দর্শন বিষয়ে পড়াশোনা করতে পারেন।