নাম সংশোধনের হলফনামা – Name Change Affidavit – নাম পরিবর্তনের এফিডেভিট এর নমুনা
Affidavit DOC Free Download
নাম সংশোধনের হলফনামা – Name Change Affidavit – নাম পরিবর্তনের এফিডেভিট এর নমুনা
বরাবর,
নোটারী পাবলিক-এর কার্যালয় বাংলাদেশ ঢাকা,
“ভুল সংশোধনের হলফনামা”
আমি মোঃ ………………., (জন্ম তারিখ …………………………ইং), পিতা: মোঃ ………………., মাতা- মোসাঃ ………………., সাং- গ্রাম- ………………., পোঃ- ………………., উপজেলাঃ ………………., জেলাঃ ………………., বর্তমানে-বাসা নং ………………., ডাকঘর-………………., থানা- ………………., জেলা- ………………. ধর্ম-ইসলাম, পেশা- ব্যবসা, জাতীয়তা- বাংলাদেশী এই মর্মে হলফ পূর্বক ঘোষণা করিতেছি যে,
১. আমি বাংলাদেশের একজন সুনাগরিক ও স্থায়ী বাসিন্দা এবং অত্র হলফনামা স্বাক্ষর করার মত যোগ্য এবং প্রাপ্ত বয়স্ক বটে।
২. আমার জাতীয় পরিচয় পত্রে ID No ………-এ ভুলক্রমে আমার জন্ম তারিখ ……………….ইং ভুল তথ্য মুদ্রিত হয়। কিন্ত প্রকৃত পক্ষে আমার জন্ম তারিখ ……………….ইং হইবে। ফলে এখন থেকে আমার সমস্ত বিষয়ক কাগজপত্র সহ অন্যান্য যাবতীয় বিষয়ের আমার জন্ম তারিখ ……………….ইং হইবে।
চলমান পাতা-০২
পাতা-০২
উপরোক্ত হলফনামায় আমার বক্তব্য জ্ঞান ও বিশ্বাস মতে সম্পূর্ণ সত্য জানিয়া সহি স্বাক্ষর করিলাম।
ইতি, তাং-
হলফকারির স্বাক্ষর
হলফকারিনী আমার পরিচিত। তিনি আমার সম্মুখে স্বাক্ষর করিলে আমি তাহাকে সনাক্ত করিলাম।
এডভোকেট
নাম সংশোধনের হলফনাম – Name Change Affidavit এর ওয়ার্ড ফাইল ডাউনলোড করুন
জন্ম তারিখ সংশোধনের হলফনামা তৈরি করার নিয়ম উপরে দেয়া হলো।