সকালের প্রেমের কবিতা
বাহ! আপনি কি সকালের প্রেমের কবিতা সম্পর্কে জানতে এসেছেন। যদি আপনি সকালের প্রেমের কবিতা জানতে চান। তাহলে আপনি একবারে সঠিক জায়গায় চলে এসেছেন। যদিও বা আমি একজন কবি নই। কিন্তু তারপরেও আজকে আমি আপনাকে চমৎকার কিছু সকালের প্রেমের কবিতা শেয়ার করব। যে কবিতা গুলোর মাধ্যমে আপনি আপনার প্রিয় মানুষটি কে খুশি করতে পারবেন। এবং একটি সকালের নতুন দিনের সূচনা তে আপনার প্রিয় মানুষটি কে স্বাগতম জানাতে পারবেন। তাহলে আর দেরি কেন! চলুন সকালের প্রেমের কবিতা গুলো জেনে নেওয়া যাক।
Table of Contents
সকালের প্রেমের কবিতা:০১
ওগো প্রিয়তমা!
তুমি কি জানো আমার মেঘের মধ্যে আছে অনেক রং।
সেই রং গুলো খুঁজে নিতে চায়,
তোমার চোখের ভাষার মধ্যে থাকা ছন্দ।
তুমি বৃষ্টিতে ভিজে গান গাইতে পছন্দ কর,
আর আমি তোমার বৃষ্টি ভেজা গানের মধ্যে ,
খুঁজে নিতে চাই হারিয়ে যাওয়া ছন্দ।
তোমার পায়ে থাকা ওই নুপুরের ঝংকার,
এখনো আমার কানে বাজে।
আমি বসে আছি সেই অপেক্ষাতে,
মন বসে না তো আর কোন কাজে।
সকালের প্রেমের কবিতা:০২
তুমি আমার কলমে লেখা সেই কবিতা,
তুমি আমার রং তুলিতে আঁকা সেই ছবিটা।
আমি আমার এই বুকের মধ্যে আগলে রাখতে চাই,
যেন চিরকাল তুমি পাশে থেকো আমার স্বপ্নের পরীকে পাই।
সকালের আলো ফুটলে যখন তোমাকে আমি দেখি,
তখন মনে হয় তুমি আমার স্বপ্নে দেখা সেই ময়ূরী।
তুমি ছাড়া আমার সবকিছুই অন্ধকার,
যাকে পাওয়াটা আমার জন্য খুবই জরুরী।
সকালের প্রেমের কবিতা:০৩
সকালের ওই সূর্যের আলো মাখো তুমি তোমার গায়,
তাকিয়ে দেখো আমার দিকে,
আমি এখনো আছি তোমার অপেক্ষায়।
মেঘের ওই মেলার মাঝে, আমি এখনো তোমাকে খুঁজি।
তুমি আমার জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ,
সেটা আমি অনেক ভালো করেই বুঝি।
তুমি আমাকে যতটা কষ্ট দাও না কেন,
আমি নিরবে নেব সয়ে।
বাকিটা জীবন তোমার স্বপ্ন থাকবো বিভোর,
আমার এই জীবন যাক না দূরে বয়ে।
সকালের প্রেমের কবিতা:০৪
ওগো প্রিয়তমা!
তুমি আমার একমাত্র ভালোবাসা,
তুমি আমার একমাত্র স্বপ্ন।
তুমি হলে আমার জীবনের একমাত্র আশা,
আমার এই হৃদয়ের মধ্যে লিখেছি একটি নাম,
এ হৃদয়ের মাঝে ভালো করে দেখো শুধু রয়েছে,
তোমার ভালোবাসার প্রমাণ।
তুমি আমার রাতের সুখের স্বপ্ন।
তাই আমি তোমাকেই খুঁজি বারংবার।