মাসি পিসি গল্পের মূলভাব ব্যাখ্যা সহ জেনে নিন

আপনি যদি অনুসন্ধান করে থাকেন মাসি পিসি গল্পের মূলভাব ব্যাখ্যা সহ তবে এই আর্টিকেলের মাধ্যমে মূল বক্তব্য, সারাংশ, সারমর্ম, মূল কথা বা বিষয়বস্তু  ইত্যাদি বিস্তারিত জেনে নিন। মাসি পিসি গল্পের ব্যাখ্যা সহ আরও আপনাদের সিলেবাসে থাকা অন্যান্য পাঠ্য  গুলো ও আমাদের সাইটের মাধ্যমে খুঁজে পেতে পারেন।

মাসি পিসি গল্পের মূলভাব

মানিক বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের কল্লোল যুগের আদর্শে অনুপ্রাণিত, মার্কসীয় ও ফ্রয়েডীয় তত্ত্বে আলােড়িত বাস্তব জীবনদৃষ্টিসম্পন্ন লেখক। তিনি তাঁর সাহিত্যে বিশ্লেষণী দৃষ্টির মাধ্যমে জীবনের ক্লেদ-গ্লানি-নিষ্ঠুরতার অন্তরালবর্তী সত্য সন্ধান করেছেন আজীবন।

তার মাসি-পিসি’ গল্পটি স্বামীর নির্মম নির্যাতনের শিকার পিতৃ-মাতৃহীন এক তরুণীর করুণ জীবনকাহিনি নিয়ে রচিত। আহ্লাদি নামের ওই তরুণীর মাসি ও পিসি দুজনই বিধবা ও নিঃস্ব। তারা তাদের অস্তিত্ব রক্ষার পাশাপাশি বিরূপ পরিবেশ থেকে আহ্লাদিকে রক্ষার জন্য যে বুদ্ধিদীপ্ত ও সাহসী সংগ্রাম করে সেটিই গল্পটিকে তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

লেখক তার দক্ষতায় এ গল্পের ছােট পরিসরে বাস্তব জীবনের নানা অসংগতি পাঠকের সামনে তুলে ধরেছেন। বিধবা মাসি-পিসি তাদের কাছে আশ্রিতা, স্বামী পরিত্যক্তা আহ্লাদিকে বুক দিয়ে আগলে রেখেছে। এই পুরুষশাসিত সমাজের লালসার কোনাে আঁচ তার ওপর লাগতে দেয়নি।

প্রিয় পাঠক আপনি এই আর্টিকেলে মাসি পিসি গল্পের মূলভাব নিয়ে পড়ছেন । পাশাপাশি চাইলে আপনাদের পাঠ্য বিষয়ক অন্যান্য আর্টিকেল গুলো ও আমাদের সাইটের মাধ্যমে পড়ে নিতে পারবেন। চলুন বাকী অংশ শেষ করে নেওয়া যাক।

অপরিচিতা গল্পের সৃজনশীল প্রশ্নোত্তর

মানব কল্যাণ প্রবন্ধের সৃজনশীল প্রশ্নোত্তর

মাসি পিসি গল্পের সৃজনশীল প্রশ্নোত্তর

বিলাসী গল্পের সৃজনশীল প্রশ্নোত্তর

বায়ান্নর দিনগুলো প্রবন্ধের সৃজনশীল প্রশ্নোত্তর

মাসি পিসি গল্পের ব্যাখ্যা

তারা দুর্ভিক্ষের সময় নিজেরা পথে নামে রােজগারের আশায়, কিন্তু যুবতি আহ্লাদিকে একলা ঘরে রেখে যায় না, পাছে তার কোনাে ক্ষতি হয় এই ভয়ে । ছােট ডিঙিতে নিত্যপ্রয়ােজনীয় দ্রব্য বিক্রি করতে যাওয়ার সময়ও তাকে সঙ্গে নিয়ে যায়। কারণ দুষ্ট লােকেরা হতদরিদ্রদের ওপর নানা নির্যাতনের সুযােগ খোজে।

অত্যাচারী স্বামী এবং লালসা-উন্মত্ত জোতদার, দারােগা ও গুন্ডা-বদমাশদের আক্রমণ থেকে আহ্লাদিকে নিরাপদ রাখার ক্ষেত্রে অসহায় দুই বিধবার দায়িত্বশীল ও মানবিক জীবনযুদ্ধ খুবই প্রশংসনীয়। তাদের জীবিকা নির্বাহের সংগ্রামও প্রতিফলিত।।

ধন্যবাদ আপনার অনুসন্ধান মাসি পিসি গল্পের ব্যাখ্যা এর জন্য এবং আমাদের আমাদের সাইটে ভিজিট করার জন্য। আশাকরি আপনার কাঙ্খিত তথ্য মাসি পিসি গল্পের মূলভাব ব্যাখ্যা বিশ্লেষণ আমাদের সাইটের মাধ্যমে সহজেই খুঁজে পেতে সক্ষম হয়েছেন।

প্রতিদান কবিতার সৃজনশীল প্রশ্নোত্তর

তাহারেই পড়ে মনে কবিতার সৃজনশীল প্রশ্নোত্তর

ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার সৃজনশীল প্রশ্নোত্তর

আঠারাে বছর বয়স কবিতার সৃজনশীল প্রশ্নোত্তর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button