বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা সমার্থক শব্দ (কমন উপযোগী)
প্রিয় পাঠক ধন্যবাদ আপনার অনুসন্ধানের জন্য এবং আমাদের সাইটে ভিজিট করার জন্য। আপনি যদি ইতিমধ্যে অনলাইনে এসে অনুসন্ধান করে থাকেন বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা সমার্থক শব্দ (কমন উপযোগী) তবে সঠিক জায়গায় এসেছেন। চলুন তবে দেখে নেওয়া যাক।
চাকরির পরীক্ষায় আসা সমার্থক শব্দ
১.অভিজ্ঞান -এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ অবাধ।
২.অপবাদ -এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ দোষারোপ/অপযশ/নিন্দা।
৩.তিমির শব্দের অর্থ কি?
উত্তরঃ অন্ধকার।
৪. আকাশ শব্দের প্রতিশব্দ-
উত্তরঃ ব্যোম,অন্তরিক্ষ,শূন্য।
৫.অশ্রু -এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ লোর।
৬.অগ্নির -এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ বহ্নি,হুতাশন।
৭.বীতিহোত্র, -এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ অগ্নি।
৮.সর্বভুক -এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ আগুন
৯.’খ’ -এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ আকাশ৷
১০. ভাতি -এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ আলো।
১১.অভিলাষ -এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ ইচ্ছা।
১২. ইচ্ছার -এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ বাঞ্চা।
১৩. উচ্ছ্বাস -এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ উল্লাস/বিকাশ/স্ফুরণ।
১৪. হর্ষ -এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ আনন্দ।
১৫. আলো -এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ বিভা/ আভা।
প্রিয় পাঠক আপনি এই আর্টিকেলে পড়ছেন বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা সমার্থক শব্দ (কমন উপযোগী) নিয়ে। পাশাপাশি নিম্নোক্ত আর্টিকেলটিও পড়ে নিতে পারেন।
আরো পড়ুনঃ চাকরির পরীক্ষায় আসা এক কথায় প্রকাশ (কমন উপযোগী)
১৬. ইতি -এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ শেষ/ অবসান/বিরাম।
১৭.ঋত্বিক -এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ হোমক।
১৮.কর -এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ খাজনা
১৯. কিরণ -এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ রবি।
২০.কোকিল -এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ কাকপুষ্ট।
২১. নন্দিনী -এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ তনয়া।
২২.মেয়ে -এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ তনয়া,কন্যা।
২৩.অন্যপুষ্ট -এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ কোকিল।
২৪. পরভৃত -এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ কোকিল।
২৫. অংশু -এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ দীপ্তি।
২৬. কুহক -এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ মায়া।
২৭.কপোল -এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ গণ্ডদেশ।
২৮. চুল -এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ কুন্তল।
২৯.গঙ্গা -এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ কাবেরী।
৩০.কুন্তল -এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ চুল।
৩১.কপোত -এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ কবুতর।
৩২.কুল -এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ গোত্র
৩৩.অলক -এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ চুল।
৩৪. কোন্দল -এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ বিবাদ।
৩৫. ঘর -এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ সদন।
৩৬.সদন -এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ ঘর।
৩৭.কোরক -এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ কুঁড়ি।
৩৮. নিকেতন -এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ গৃহ
৩৯.ধেনু -এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ গরু।
আমরা ওয়েব রিসার্চ করে আপনাদের জন্য সর্বাধিক কমন উপযোগী বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা সমার্থক শব্দ অনুসন্ধান করে সংগ্রহ করেছি এই আর্টিকেলে। এটা পড়ার পাশাপাশি নিম্নোক্ত আর্টিকেলটিও পড়ে নিতে পারেন।
আরো পড়ুনঃ বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা বাগধারা (কমন উপযোগী)
৪০. ঘোড়া -এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ তুরঙ্গ।
৪১.তুরগ -এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ ঘোড়া৷
৪২. যশ বা খ্যাতি -এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ কীর্তি।
৪৩. কুটুম্ব -এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ আত্নীয়৷
৪৪.ফরমান -এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ সংবাদ/ বাণী।
৪৫. খড়গ -এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ চাকু।
৪৬. চাঁদ -এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ শশী।
৪৭. নিশাপতি -এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ চাঁদ।
৪৮. হেলাল -এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ চাঁদ৷
৪৯. হিমাংশু -এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ চাঁদ।
৫০. সুধাকর -এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ চন্দ্র।
৫১. বিধু -এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ চাঁদ৷
৫২. সোম -এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ চন্দ্র।
৫৩. শশাঙ্ক -এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ চাঁদ।
৫৪. মৃগাঙ্ক -এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ চাঁদ।
৫৫. সলিল -এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ পানি।
৫৬. উদক -এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ পানি।
৫৭. জল -এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ পানি৷
৫৮. উর্মির -এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ ঢেউ।
৫৯. চন্দ্রিকা -এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ চাঁদ।
৬০. কৌমুদী -এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ জ্যোৎস্না।
৬১.চক্ষু -এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ আঁখি।
৬২. নীর -এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃপানি
৬৩. জল -এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ অম্বু।
৬৪. জিজ্ঞাসা -এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ শুধানো।
৬৫. অপ -এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ জল।
৬৬. ঢেউ -এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ বীচি৷
৬৭. বীচি -এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ তরঙ্গ।
৬৮. বৈভব -এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ বিত্ত।
৬৯.নারী -এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ ধনি।
৭০.ধন -এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ বিভব।
আরো পড়ুনঃ বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা বিপরীত শব্দ
৭১. সুস্মিতা -এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ নারী৷
৭২. হিল্লোল -এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ ঢেউ।
৭৩. কল্লোল -এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ ঢেউ।
৭৪.নারী -এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ সীমন্তিনী।
৭৫. দিন -এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ অহন।
৭৬.তনু -এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ গাত্র৷
৭৭. আপণ -এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ দোকান।
৭৮. দক্ষ -এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ নিপুণ।
৭৯. নদী -এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ সরিৎ।
৮০. নদী -এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ ফল্গু।
৮১.স্রোতস্বিনী -এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ নদী
৮২.গিরি নিঃস্রাব -এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ নদী।
৮৩. নদী -এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ তটিনী।
৮৪. বিহগ -এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ পাখি।
৮৫.পুত্র -এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ আত্নজ।
৮৬. গহ্বর -এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ বিবর।
৮৭. পাখি -এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ বিহগ/ গরুড়/ বিহঙ্গ।
৮৮.খগ -এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ পাখি।
৮৯. দ্বিজ -এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ পাখি।
৯০.ব্যবসায়ী -এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ বেনে৷
৯১. পৃথিবী -এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ বসুধা।
৯২. ক্ষণপ্রভা -এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ বিজলী।
৯৩. বিদ্যুৎ -এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ শম্পা।
৯৪. পয়জার -এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ পাদুকা।
৯৫. মেদিনী -এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ পৃথিবী।
৯৬. মহি -এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ বসুধা/ পৃথিবী৷
৯৭. বসুন্ধরা -এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ পৃথিবী।
৯৮.ইরা -এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ পৃথিবী।
৯৯.অদিতি -এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ পৃথিবী/ দুনিয়া৷
১০০. পর্বত -শব্দের সমার্থক
উত্তরঃ নগ।
১০১.পাহাড় -শব্দের সমার্থক
উত্তরঃ শিলা।
১০২. পথ-শব্দের সমার্থক
উত্তরঃ সরণি।
১০৩. পর্বত -শব্দের সমার্থক
উত্তরঃ অদ্রি।
১০৪. অম্ভোজ -শব্দের সমার্থক
উত্তরঃ কুবলয়।
১০৫. পুষ্প -শব্দের সমার্থক
উত্তরঃ রঙ্গন।
আশাকরি আপনার কাঙ্খিত অনুসন্ধান বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা সমার্থক শব্দ (কমন উপযোগী) আমাদের সাইটের মধ্যে খুঁজে পেতে সক্ষম হয়েছেন। শিক্ষামূলক ও জব রিলেটেড গুরুত্বপূর্ণ আর্টিকেল পেতে আমাদের সাইট ফলো করুন। আবারো ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।