মার্কেটিং সাবজেক্ট রিভিউ (Marketing Subject Review Bangla)
উচ্চমাধ্যমিক পাশ করার পর শিক্ষার্থীকে অনার্স করতে হয়। অনার্স করার সময়ে প্রতিটি শিক্ষার্থীকে নির্দিষ্ট কোন বিষয় বেছে নিয়ে পড়াশোনা করতে হয়। আজকের আর্টিকেলের আলোচ্য বিষয় হলো মার্কেটিং সাবজেক্ট রিভিউ (Marketing Subject Review Bangla) নিয়ে। ব্যবসায় শিক্ষা অনুষদের বেশ কয়েকটি বিষয় রয়েছে সেগুলোর মধ্য থেকে আপনাকে সার্বিক বিবেচনা করে সর্বোত্তম বিষয় নির্বাচন করতে হবে।
তাই একজন বিবিএ স্টুডেন্ট হিসেবে আপনাকে প্রতিটা সাবজেক্ট রিভিউ সম্পর্কে অবগত থাকতে হবে। আজকে আমরা মূলত সাবজেক্ট রিভিউ করব মার্কেটিং। এই পোস্টটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ পড়লে মার্কেটিং সাবজেক্ট রিভিউ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
ব্যবসায় শিক্ষা অনুষদের মার্কেটিং সাবজেক্ট একটা জনপ্রিয় সাবজেক্ট বর্তমানে। মার্কেটিং সাবজেক্ট এর চাহিদা বর্তমানে অনেক বেশি। আপনি যদি যোগাযোগে দক্ষতা অর্জন করে থাকেন এবং বেশি কথা বলতে পারেন তাহলে আপনার জন্য মার্কেটিং সাবজেক্ট উত্তম হবে।
আমরা মার্কেটিং শব্দটি শুনলেই মনে হয় কোন কিছু বিক্রি করতে হবে। আসলেই কথাটি অনেক সত্যি। মার্কেটিং করতে হলে অবশ্যই আপনার মধ্যে এমন গুণ থাকতে হবে সেটা দিয়ে সুকৌশলে কোন ব্যক্তিকে পণ্য কেনার প্রতি প্ররোচিত করতে পারবেন।
আজকে এই আর্টিকেল পড়লে আপনি জানতে পারবেন মার্কেটিং সাবজেক্ট এর আদ্যোপান্ত। মার্কেটিং সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে কি কি বিষয় পড়ানো হবে, মার্কেটিং বিষয়ের চাহিদা ও কেন পড়বেন মার্কেটিং ইত্যাদি প্রশ্নের উত্তর পাবেন। উপরোক্ত যে কোন প্রশ্ন থাকলে আজকে আপনি এই আর্টিকেল পড়ে সেটার উত্তর পাবেন।
Table of Contents
মার্কেটিং বিষয়ে যা যা পড়ানো হয়
- Human Resource Management
- Insurance And Risk Management
- Computing and Information Systems
- Service Marketing
- E- Business
- General Science and Environment
- Fundamentals of Finance
- Entrepreneurship
- Marketing Research
- Taxation in Bangladesh
- Business Mathematics
- Agricultural Marketing
- Brand Management
- Principles of Management
- Sales Management
- Marketing Management
- Financial Accounting
- History of the Emergence of independent Bangladesh
- Principles of Marketing
- Business Communication
- Organization Behavior
- Principles of Management
- Micro Economics
- Macro Economics
মার্কেটিং বিষয়ে সাধারণত উপরোক্ত কোর্সগুলো করানো হয়ে থাকে।
মার্কেটিং বিষয়ে পড়লে যেসব চাকরি করা যাবে
- প্রাইমারি স্কুলের শিক্ষক (সরকারি ও বেসরকারি)
- হাই স্কুলের শিক্ষক (সরকারি ও বেসরকারি)
- কলেজের শিক্ষক (সরকারি ও বেসরকারি)
- বিশ্ববিদ্যালয়ের শিক্ষক (পাবলিক ও প্রাইভেট)
- ব্যাংকে চাকুরী
- মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকুরী
- মিডিয়া বায়ার
- মার্কেটিং অ্যানালিস্ট
- মার্কেটিং রিসার্চ ম্যানেজার
- মার্কেটিং ডেভেলপমেন্ট অফিসার
- সকল প্রকার সাধারণ সরকারি চাকুরী
- বিভিন্ন এনজিও কোম্পানিতে চাকরি
- মার্কেটিং এক্সিকিউটিভ
- ব্র্যান্ড ম্যানেজার
- বিসিএস দিয়ে ক্যাডার হওয়ার সুযোগ
- বিসিএস নন ক্যাডার হওয়ার সুযোগ
- বিসিএসে শিক্ষা ক্যাডারে সুযোগ
- অ্যাডভার্টাইজিং ম্যানেজার
- মিডিয়া ডিরেক্টর
- প্রোডাক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার
মার্কেটিং বিষয়ে পড়াশোনা করলে উপরোক্ত ক্ষেত্রসমূহে চাকুরী করার সুযোগ পাবেন।
মার্কেটিং বিষয়ের ভবিষ্যৎ
মারকেটিং একটা ভালো ও সম্ভাবনাময় বিষয়। বর্তমানে মার্কেটিং বিষয়ের চাহিদা আকাশচুম্বী। প্রতিটা কোম্পানির প্রতিষ্ঠান মার্কেটিং বিভাগ নামে আলাদা একটা বিভাগ রয়েছে যেখানে রয়েছে মার্কেটিং বিষয়ে পড়ুয়া শিক্ষার্থীদের চাকরি পাওয়ার অপার সুযোগ।
মার্কেটিং বিভাগকে ভালো করার জন্য যোগ্য ও দক্ষতা সম্পন্ন একজন কর্মী প্রয়োজন। যেখানে মার্কেটিং বিষয়ে পড়ুয়া শিক্ষার্থীরা একদম উপযুক্ত বলে বিবেচিত হবে।