শিক্ষা

লোক প্রশাসন সাবজেক্ট রিভিউ (public administration subject in Bangladesh)

মানবিক বিভাগের শিক্ষার্থীদের জনপ্রিয়তার শীর্ষে রয়েছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা লোক প্রশাসন সাবজেক্টেটি। আমরা সবাই জানি লোকপ্রশাসন বিষয়ের ইংরেজি প্রতিশব্দ হলো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন (Public Administration) যাদের ইচ্ছে জীবনে মানুষের পাশে দাঁড়ানোর তারা তাদের সেবাব্রত পালন করার জন্য লোক প্রশাসন সাবজেক্ট বাছাই করতে পারেন। কারণ এই বিষয়ে পড়াশোনা করলে আপনি মানুষের সেবা করার অপার সুযোগ পাবেন।  আজকের পোষ্টে আমার আলোচনা করবো লোক প্রশাসন সাবজেক্ট রিভিউ (public administration subject in Bangladesh) সম্পর্কে বিস্তারিত। 

লোক প্রশাসন সাবজেক্ট রিভিউ

আমি শুধু মানবিক বিভাগের শিক্ষার্থীদের বলছিনা যে কোন বিভাগের শিক্ষার্থীরা যারা মানব সেবা করতে ইচ্ছুক তাদের জন্য এই বিষয়টি সর্বোত্তম হবে বলে আমি মনে করি । আমরা সবাই পূর্ব থেকে অবগত যে লোক প্রশাসন বিষয়টি সরকারের সাথে সংশ্লিষ্ট। এ বিষয়ের সকল কার্যক্রম সরকার কেন্দ্রিক হয়ে থাকে। প্রায় সরকারের সকল কার্যক্রম পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা লোক প্রশাসনের অন্তর্ভুক্ত।

  • ব্যাংক ব্যবস্থাপনা
  • মানবসম্পদ ব্যবস্থাপনা
  • স্থানীয় সরকার ইত্যাদি সম্পর্কে
  • বাংলাদেশের প্রশাসন ও রাজনীতির ইতিহাস
  • তথ্য প্রযুক্ত 
  • দেশের সাথে অন্য দেশের সম্পর্ক
  • দেশের প্রশাসনিক ইতিহাস
  • সমাজতত্ত্ব
  • আন্তর্জাতিক সম্পর্ক 
  • হিসাববিজ্ঞান
  • সমাজতত্ত্ব
  • অর্থনীতি
  • রাষ্ট্রবিজ্ঞান
  • রাজনীতি
  • সংবিধান
  • সমাজ ব্যবস্থা
  • আইন
See also  মুক্তিযুদ্ধ স্বাধীনতা ও মানবিক মূল্যবোধ রচনা

লোক প্রশাসন বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ের চাকরির ক্ষেত্রসমূহ

  • প্রাইমারি স্কুলের শিক্ষক (সরকারি ও বেসরকারি)
  • হাই স্কুলের শিক্ষক (সরকারি ও বেসরকারি) 
  • কলেজের শিক্ষক (সরকারি ও বেসরকারি)
  • বিশ্ববিদ্যালয়ের শিক্ষক (পাবলিক ও প্রাইভেট) 
  • ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চাকুরী 
  • মানবাধিকার সংস্থা
  • আন্তর্জাতিক সংস্থা
  • এনজিও
  • বিভিন্ন প্রতিষ্ঠানে মানবসম্পদ ব্যবস্থাপনা , প্রশাসক ও প্রশিক্ষক
  • মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকুরী 
  • বিসিএস দিয়ে সাধারণ ক্যাডারে চাকুরী কিন্তু লোকপ্রশাসনের শিক্ষা ক্যাডার নেই
  • সকল প্রকার সাধারণ সরকারি চাকুরী 
  • গবেষক হওয়ার সুযোগ

লোক প্রশাসন বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ের ভবিষ্যৎ কেমন 

লোক প্রশাসন বিষয়টি বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট মানবিক বিভাগের। মানবিক বিভাগের শিক্ষার্থীরা পছন্দের শুরুতে রাখে সাধারণত এ বিষয়টি।

বাংলাদেশ প্রেক্ষাপট অনুযায়ী লোকপ্রশাসন পড়ে ভালো ভালো চাকরি করার সুযোগ রয়েছে। তাছাড়া যে কোন বিষয়ে পড়াশোনা করে বাংলাদেশ থেকে যেকোন ধরনের চাকরিতে অংশগ্রহণ করা যায়। তাই নিঃসন্দেহে যে কেউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা লোক প্রশাসন বিষয়টি নিয়ে অনার্সে পড়াশোনা করতে পারে।

See also  বিলাসী গল্পের মূল বিষয়বস্তু জেনে নিন

ধন্যবাদ আপনার অনুসন্ধানের জন্য। আশাকরি আপনি লোক প্রশাসন সাবজেক্ট রিভিউ (public administration subject in Bangladesh) সম্পর্কে বিশদ জেনেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button